মোল্লা নাসিরউদ্দিন হোজ্জা তখন কাজী। একদিন দু'জন লোক এল বিচার নিয়ে। একজনের অভিযোগ, আরেকজন তার কান কামড়ে দিয়েছে।
অভিযুক্ত বলল, না হুজুর! ও নিজেই নিজের কান কামড়েছে।
বাদি বলল, তা কী করে সম্ভব! কেউ কি নিজের কান কামড়াতে পারে?
মোল্লা দোটানায় পড়লেন। বললেন, 'আগামীকাল এসো। কাল রায় দেব।' এরপর মোল্লা বাড়ি ফিরে নিজের কান কামড়াতে চেষ্টা করলেন। লাফিয়ে নিজের কান মুখে আনার চেষ্টা করেতে লাগলেন। একসময় উল্টে পড়ে তার মাথা ফেটে গেল।
পরদিন রায় দিলেন, ও নিজেই নিজের কান কামড়েছে। নিজে শুধু কান কামড়ানো যায় না মাথাও ফাটানো যায়।