প্রতি বছর নেপালে আরবী মাস রবিউল আউয়ালের প্রথম দিকে শহীদানে কারবালার সরণে আলবিদাই মজলিস অনুষ্ঠিত হয়ে থাকে। চলতি বছরে করোনা বাইরাস কে লক্ষ্য করে নেপালে অবস্তিত খোজা ওয়ার্ল্ড ফেডারেস্ন সেন্টার অফ নেপালে আগামীকাল (শনিবার) অনলাইন মজলিসের আয়োজন করা হয়েছে এবং আমেরিকার নিউজারসির খাতুনে জান্নাত সেন্টারএর পক্ষ্য থেকে জুম এপ দ্বারা প্রচার করা হইবে। চলতি বছর ২০২০ সালে, মুহারম এবং সফর মাসে নেপালের রাজধানী কাঠমান্ডুতে খোজা ওয়ার্ল্ড ফেডারেশন সেন্টারে নেপালের শিয়া ইস্না আশারি আযাদারদের পক্ষ্য থেকে অনলাইন মজলিসের আয়োজন করা হয়ে থাকে যাতে বহু দেশের আযাদারগন অংশগ্রহণ করেন।
প্রতি বছরেরন্যায় ২০২০ সালের পাঁচ রবিউল আউয়ালে, অর্থাৎ আগামি কাল (শনিবার) সকাল ৭ টায় অনলাইন মজলিসের আয়োজন করা হয়েছে। উর্দু ভাষায় মজলিস পড়বেন জনাব মাওলানা ডাঃ জয়নুল আবেদিন সাহেব। এই শোক অনুষ্ঠানে বহু দূর দুরান্ত থেকে আযাদার অংস গ্রহণ করবেন। করুণা মাহামারিকে লখ্য রেখে এবং দেশের আইন ফলো করে, এ বছর নেপালে সর্ব আযাদারী অনুষ্ঠান অনলাইনেই হয়ে থাকে।
ইমামহোসাইন (আ.)'রশন ৬১ হিজরিতে মহারম মাসের ১০ তারিকে ইয়াযিদবাহিনী দ্বারা সপরিবার সাহাদাতকে উদ্দেশ্য করে শোক পালন করা হয়।
নেপালের বহু শহরে হিন্দু ও মুসলিমগন ইমাম হুসাইনের শাহাদাত দিবস (আশুরা), মহারম ও চেহলুমের অনুষ্ঠান পালন করে থাকেন।