মোহাম্মাদ বাহাউদ্দিন ও মোহাম্মাদ আব্দুস সালামের লেখা বই ‘বাঙালি ও ইরানি; বঙ্গবন্ধু ও ইমাম খোমেনি’ বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে আবিষ্কার পাবলিকেশন।
ইরানের সংস্কৃতি ও ইসলামি সম্পর্ক বিষয়ক সংস্থার জনসংযোগ বিভাগ রোবিবার এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়েছে, গবেষণাধর্মী এ বইয়ে দু’টি বৃহৎ মুসলিম দেশ ইরান ও বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সভ্যতা স্থান পেয়েছে।
বইয়ে ইরানের ইসলামি বিপ্লবের বিজয়ে এই বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনীর (রহ.) জীবনী, মতাদর্শ, দৃঢ় সংকল্প, দর্শন ও ইসলামি শাসনব্যবস্থা সম্পর্কে তাঁর মূল্যবান দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে।
একইসঙ্গে ঐতিহাসিক প্রেক্ষাপটে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সেদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামান্য অবদানের কথা ফুটিয়ে তোলা হয়েছে। ১৩৬ পৃষ্ঠার বইটিতে রয়েছে পাঁচ অধ্যায় এবং এর মুদ্রিত মূল্য ২০০ টাকা।