ইসলামি প্রজাতন্ত্র ইরানে ও ইমাম হুসাইন (আ)'র শাহাদাতের ১৩৮১তম চেহলুম-বার্ষিকী বা আরবাঈন পালন করা হয়েছে। এ বছর কোভিড-১৯ মহামারীর কারণে সামাজিক দূরত্ব বজায়সহ স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে চেহলুমের আযাদারি অনুষ্ঠান পালন করা হয়েছে।
প্রতি বছর ঐতিহাসিক ২০ সফর পালন করা হয় শহীদ-সম্রাট হযরত ইমাম হুসাইনের (আ.) শাহাদাতের চেহলুম।