ইরানের প্রখ্যাত আলেম, মুজতাহিদ, দার্শনিক ও মুফাসসিরে কুরআন আয়াতুল্লাহ মোহাম্মাদ তাকি মিসবাহ ইয়াজদির জানাযা সমস্ত স্বাস্থ্য পদ্ধতি পর্যবেক্ষণ করে আজ (শনিবার) সকাল ৯টায় তেহরানের রেই সহরে হযরত আব্দুল আজিম হাসানী (আঃ)এর মাজারে অনুষ্ঠিত হয়েছে।
তাঁর জানাযার অনুষ্ঠানে আয়াতুল্লাহ সিদ্দিকী বক্তব্য রেখেছেন। তাঁর জানাযার নামাজে উপস্থিত ছিলেন তেহরানের হাজার হাজার মানুষ, আলিম ও ওলামাগণ। আয়াতুল্লাহ ইয়াজদির মরদেহ হজরত আব্দুল আজিম হাসানী (আঃ)এর পবিত্র মাজারে চিরকালের জন্য সমাধিস্থ করা হয়েছে।
আয়াতুল্লাহ মিসবাহ ইয়াজদির মৃত্যুর পরে আয়াতুল্লাহ খামেনাই শোকের বার্তা জারি করেছেন।