ফ্রান্সে ইসলামের মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ জানিয়েছেন কাঠমান্ডুর শিয়া ইস্না আশারী জুমার ইমাম।
আজ (বুধবার) নেপালের রাজধানী কাঠমান্ডুর ওয়ার্ল্ড ফেডারেশন আফ খোজা সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এখানকার এমামে জুমা জনাব মাওলানা ডাক্টর জয়নাল আবেদিন সাহেব ফ্রান্সের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেনঃ আমরা অবিলম্বে ফ্রান্সের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘসহ বিশ্ব সংস্থাগুলোর হস্তক্ষেপ কামনা করছি। যে মাসে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর আগমনে সারা বিশ্ব আনন্দে মাতোয়ারা, ঠিক সে সময়ে ফ্রান্স সরকারের পৃষ্ঠপোষকতায় প্রিয় নবীর প্রতি বিদ্বেষ প্রকাশ সম্পূর্ণ পরিকল্পিত। তারা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাত করেছে। রাসুলে আকরাম এর প্রতি বিদ্বেষপূর্ণ আচরণ বৈশ্বিক জঙ্গিবাদ সৃষ্টির পাঁয়তারা ছাড়া আর কিছু নয়।
তিনি বলেন, সকল মুসলিম উম্মাহকে এক হয়ে ও একাত্মতা প্রকাশ করে নিজ নিজ দেশে ফরাসি দূতাবাসের সামনে প্রতিবাদ মিছিল করা উচিৎ এবং ফরাসি সরকার যদি অবিলম্বে এ প্রদর্শনী বন্ধ করে ক্ষমা প্রার্থনা না করে তা হলে সমগ্র মুসলিম বিশ্বের সাথে একজোট হয়ে নেপালের মুসলমান সমাজও ফরাসি পণ্য বর্জনের কর্মসূচী গ্রহণ করবে। জয়নাল আবেদিন বলেনঃ এ বিষয় সমগ্র মুসলিম বিশ্বের এক হওয়া উচিৎ এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর প্রতি এটা আমাদের কর্তব্য।