মোহাম্মাদ জয়নুল আবেদিনের ফার্সি ভাষায় লেখা বই ‘পশ্চিমবঙ্গের শিয়া ইতিহাস’ ইরানের কুম সহর থেকে প্রকাশিত হয়েছে। বইটি ২০১৭ সালে প্রকাশ করেছে আল-মুস্তাফা ইন্টারন্যাশনাল পাবলিকেশন।
পশ্চিমবঙ্গের ৫৫০ বছরের ইসলামি ও ২০০ বছরের শিয়া ইতিহাস, সংস্কৃতি সম্পর্কে ৪৪০ পৃষ্ঠায় লেখা এই বইটি। গবেষণাধর্মী এ বইয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদএর বৃহৎ শিয়া মুসলিম শাসনকালের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সভ্যতা ও স্থান পেয়েছে।
বইয়ে পশ্চিমবঙ্গের শিয়া মহান ওলামা, কবি, লেখক, বিপ্লবী নেতা ও মুর্শিদাবাদের নবাবদের জীবনী, মতাদর্শ, দৃঢ় সংকল্প, দর্শন ও ইসলামি শাসনব্যবস্থা সম্পর্কে তাঁদের মূল্যবান দৃষ্টিভঙ্গি এবং পশ্চিমবঙ্গের শিয়াদের ধর্মীয় ও শিক্ষা কেন্দ্রগুলির ইতিহাস, অবস্থান এবং বর্তমানে শিয়াদের অবস্তা ও তুলে ধরা হয়েছে।
একইসঙ্গে ঐতিহাসিক প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের স্বাধীনতা অর্জন, পশ্চিমবঙ্গে শিয়া বিস্তার এবং শিয়াদের অসামান্য অবদানের কথা ফুটিয়ে তোলা হয়েছে। ‘পশ্চিমবঙ্গের শিয়া ইতিহাস’ বইটি পড়ান হয় ইরানের বহু ইউনিভারসিটি এবং শিক্ষা কেন্দ্রে। ৪৪০ পৃষ্ঠার বইটিতে রয়েছে পাঁচ অধ্যায়। এবং এর মুদ্রিত মূল্য ২০০০ তুমান, ইরানি টাকা।