এখন কি ভারতে মুসলিমদের উপরে খোলাখুলি ও নির্মম অত্যাচার শুরু হয়ে গেল? তাহলে কি ভারতের মুসলিমদের এবার হিন্দু কোম্পানি দ্বারা তৈরি পর্ণ বিক্রি বন্ধ করতে হবে?!
জুতোর সোলে লেখা ঠাকুর। আর এই ঠাকুর লেখা জুতো বিক্রির অপরাধে যোগীর রাজ্যে হাজতবাস হল এক মুসলিম হকারের। রাস্তার ধারে জুতো বিক্রি করার সময়ই তাঁকে ধরে নিয়ে যায় পুলিশ। শুনতে অবাক লাগলেও এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বুলন্দশহরে।
জানা গিয়েছে, নাসির নামে ওই যুবকের বিরুদ্ধে স্থানীয় বজরং দল থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ, যে জুতো নাসির বিক্রি করছিল তাতে লেখা ছিল ঠাকুর। বিশাল চৌহান নামে বজরং দলের সদস্য ওই অভিযোগ দায়ের করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার অতুলকুমার শ্রীবাস্তব জানিয়েছেন, অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত দোকানদারকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের তরফ থেকে তুইট ও করা হয় এই মহান কাজের জন্যে যেন তারা ভারত স্বাধীন করেছেন একটি গরিব মুসলিমের উপর এই অত্যাচার করে।
সম্প্রীতি নষ্টের অভিযোগ ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ ধারায় মামলা রুজু হয়েছে নাসিরের বিরুদ্ধে। সেই সঙ্গে শান্তিভঙ্গ ও ভাবাবেগে আঘাতের অভিযোগও উঠেছে। পরে নাসিরকে ছেড়ে দেয় পুলিশ। কেন জুতোতে ঠাকুর লেখা ছিল, তার উত্তরে নাসির জানিয়েছেন, তিনি অন্যত্র থেকে পাইকারি হিসাবে জুতো কিনে এনে এখানে বিক্রি করছিলেন। আসলে যাঁরা জুতো তৈরি করেছেন তাঁদের পদবি ঠাকুর বলে হয়তো জুতোতে তাই লেখা ছিল কিন্তু এর জন্য তাঁর কোনও দোষ নেই।